
শিবপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রসার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে দাখিল মাদ্রাসার ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা বাস যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা সফরে যায়। এ সময় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত এর মাধ্যমে শিক্ষা সফর শুরু করে, পরে খান জাহান আলীর মাজার জিয়ারত ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রসার সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, মাদ্রসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।