
কিশোর কুমার,পাটকেলঘাটা: পাটকেলঘাটায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে আহত হয়েছে ১জন।মঙ্গলবার(৪জানুয়ারি) সকাল ১০টার সময় পাটকেলঘাটার শাহদাহ নামক স্থানে এ মর্মান্তিক দূঘটনাটি ঘটে। নিহত ঐ কলেজ ছাত্র থানার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর পুত্র দ্বীপজয় সাধু অপর দিকে আহতজন একই গ্রামের সইলউদ্দীন মোড়লের পুত্র আব্দুল অদুত(৫৪)।
প্রত্যক্ষদর্শীর জানান,আজ সকালে দ্বীপ জয় সাধু সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন পথিমধ্যে শাকদাহ মোড়ের আজীজ কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত দিক থেকে আশা আব্দুল অদুতের মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনে মারাত্মক আহত হন। পরবর্তীতে তাদের দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপজয় সাধু মারা যান ও আব্দুল অদুতের অবস্থা এখনও আসঙ্খাজনক অবস্তায় রয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুল অদুতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মটর সাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাইওয়ে পুলিশকে অবগত করেছি তারা পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে।