
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ আনিছুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তিনি উপজেলার রতনপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আনিছুর রহমানকে আটক ও তার নিকট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।