
তালা প্রতিনিধি: তালায় শনিবার(২৫ জানুয়ারি)গাইড বই বিক্রি এবং অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রির দায়ে মোবাইল কোর্টে ২জন দোকানদারকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন,তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
শনিবার সকালে ১৮ বৎসরের নীচে বয়েসের শিশুর কাছে সিগারেট বিক্রির দায়ে ২০০৫ সালে সংশোধনী আইন ধারা ১৩ এর ৬ মোতাবেক তালা বাজারের ব্যবসায়ী(দোকানদার) রামপদ পালের পুত্র পবিত্র পালকে ৫ হাজার টাকা এবং ১৯৮০ সালে নোট বই নিষিদ্ধ করন আইন ধারা ৪ এর ১ মোতাবেক অরুণা বই ঘর এর ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।