
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর উপজেলার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল তোরণের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কায়ালয়ের বাস্তবায়নে নির্মিত তোরণের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ, সদস্য মোঃ আহসানুুুুর রহমান, মোঃ হারুন অর রশিদ সহ আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।