
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: নানা শুশুরের বাড়ীতে বেড়াতে এসে মাদক বিক্রির সময় ৩৮পিস ইয়াবা সহ রায়হান সানা (২৯) নামক এক মাদক ব্যবসায়ীকে পুলিশ হাতে-নাতে গ্রেপ্তার করেছে। বুধবার বেলা ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী গ্রামের মোহাম্মদ আলী বাড়ী হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাতক্ষীরা জেলার সদর থানার বাটেকখালী গ্রামের রেজাউল সানার পুত্র। তার নামে সাতক্ষীরা সদর থানায় মাদকের ৩টি মামলা আছে বলে থানার অফিসার্স ইনচার্জ দেলোয়র হুসেন এ প্রতিনিধিকে জানান। উক্ত ঘটনায় থানার সহকারি উপ-পরিদর্শক জামাল হোসেন বাদী হয়ে মাদক আইনে গতকাল বুধবার কালিগঞ্জ থানায় আরো একটি মামলা দায়ের করেছে। থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষন এবং সহকারি উপ-পরিদর্শক জামাল হোসেন জানান মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল আনুমানিক সোয়া ৩টার সময় মাদক ব্যবসায়ী রায়হান সানার নানা শশুর তারালী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ী থেকে ৩৮পিছ ইয়াবা সহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।