
দেবহাটা ব্যুরো: দেবহাটায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ইংরেজি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহন করেন শিক্ষার্থীরা। দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশন ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘সচেতনতাই কেবল সমাজকে ইতিবাচক পরিবর্তন করতে পারে’ শীর্ষক ইংরেজি বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ। পরে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।