
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় নবাগত সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াতকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ২টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর পক্ষ থেকে এ ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, মার্কেটিং অফিসার রাশেদুজ্জামান, ডা. মো. সাইফুল আলম, সিভিল সার্জন অফিসে প্রধান সহকারি আশিকুর রহমান। এসময় ইসলামী হাসপাতালের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করে সিভিল সার্জন মহাদ্বয় বলেন-সরকারের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল গুলো স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামী হাসপাতাল সারা দেশের মানুষকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। এসময় তিনি ইসলামী হাসপাতালকে অসহায় মানুষের পাশে আরও দাড়ানোর আহবান জানান।