
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পুলিশের চেষ্টায় ৩৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করেন।
এসব ফোন বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যায়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, মোবাইল ফোন হারিয়ে বা চুরি হলে মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে থানায় জিডি করলে পুলিশের চেষ্টায় মোবাইল ফোন উদ্ধার হচ্ছে। সাতক্ষীরা পুলিশ মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে ব্যাপক প্রশংসা ও সুনাম কুড়িয়েছে।