
নিজস্ব প্রতিবেদক: ক্লীন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরার রুপকার। মুজিববর্ষের ক্ষনগননার চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান সারাদেশের মধ্যে সেরা তালিকায় সাতক্ষীরার জেলার স্থান পেয়েছেন । শক্ত হাতে অবৈধ স্থাপনাসসহ বিভিন্ন সাহসী পদক্ষেপ গ্রহন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলার বিভিন্ন কাজে সফলতার জন্য বিরল প্রজাতির গাছ উপহার দেওয়া হয়েছে গাছের পাঠশালার পক্ষ থেকে । সোমবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ইয়ারব হোসেন গাছ তুলে দেন জেলা প্রশাসক ও গাছের পাঠশালার উপদেষ্টা এসএম মোস্তফা কামাল এর হাতে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হুসাইন শওকত,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহামান ও সহকারি কমিশনারগন।
গাছ উপহার নিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, গাছের পাঠশালার বিরল প্রজাতির গাছ আমার কর্মময় জীবনের সবচেয়ে বড় উপহার। আমি না থাকলেও গাছগুলো বেঁচে থাকবে যুগযুগ ধরে। গাছ মানুষের বড় উপকারি বন্ধু। গাছ মানুষকে নানাভাবে উপকার করে থাকে। একটি গাছ আগামি দিনের বড় সম্পদ। তিনি বলেন,সাতক্ষীরাকে দূনীতি মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুশৃঙ্খল সাতক্ষীরা জেলা গড়তে আমি বদ্ধ পরিকর। অবৈধ স্থাপনা,নদী দখলমুক্ত,পরিস্কার পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়ে তোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বিলুপ্ত, মহা বিলুপ্ত, প্রজাতি, শোভা বন্ধনকারি, সুন্দরবনের গাছ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানো উদ্যেগ গ্রহন করা হয়েছে। ছাদ বাগানের জন্য গাছ দিয়ে সহযোগিতা করবে গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন।