
আকরামুল ইসলাম : নাগরিক সমাজের অগনিত মানুষের পদচারণায় মুখরিত বর্ণময় র্যালির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগননাকে স্বাগত জানানো হয়েছে। শুক্রবার দুপুরে ঢাক ঢোল বাজনা বাজিয়ে ব্যানার ফেস্টুন প্লাকার্ড সজ্জিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নেতৃত্বে র্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহস বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ প্রমূখ।
র্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্থাপিত মুজিব বর্ষের ক্ষণগণনা ঘড়িকে ঘিরে আলোচনা সভা ও ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শুদ্ধস্বরে সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।