
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো: র্যালি ও মাদকবিরোধী আলোচনা সভা। এবার এ দিবসটির থিম হলো: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) মোঃ আক্তার হোসেন। সভায় মাদকের কুফল ও সমাজের সকল স্তরে মাদকবিরোধী চেতনা বিস্তারের কথা উল্লেখ করেন বক্তারা। আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সমাজসেবা অফিসের আলহাজ্ব আবদুস সামাদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এর আগে সকাল ১০ টায় মাদকবিরোধী এক র্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।