
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় পুলিশ এমদাদুল হক টুটুল নামে এক যুবককে আটক করেছে। গত সোমবার রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্ব ধানখালী গ্রামে নিজ বাডি হতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন তাকে আটক করে। আটক যুবক ওই গ্রামে আব্দুর রব গাজীর ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, সোমবার সকাল ১০ টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করে টুটুল। এঘটনায় ছাত্রী শ্যামনগর থানায় অভিযোগ দিলে পুলিশ টুটুলকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।