
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ১ জানুয়ারী-২০২০ হতে আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২০ পর্যন্ত ২ মাস ব্যাপি সুন্দরবনে সকল নদীখালে কাঁকড়া আহরন নিষিদ্ধ থাকবে। বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে জেলেদের কাঁকড়া আহরনের পাশ বন্ধ করা হয়েছে।
সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী ২ মাস কাঁকড়া সুন্দরবনে নদী খালে ডিম পাড়ে। কাঁকড়া প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদের সাদা মাছ ছাড়া কাঁকড়া আহরনের পাশ বন্ধ করা হয়েছে। তাছাড়া নদী খালে কাঁকড়া আহরন না করার জন্য জেলেদের বিশেষভাবে পরামার্শ দেওয়া হয়েছে। এসময়ে সুন্দরবনে টহল জোরদার করা হবে তিনি জানান।