
শেখ রিপজা হোসেনঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজের বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বিল্ডিংয়ের শিডিউল এবং ডিজাইন মোতাবেক কাজ না করে ঠিকাদারের ইচ্ছেমতো কাজ করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এলাকাবাসী ও কলেজের অধ্যক্ষ নিকট হতে। (৩০ডিসম্বর) সোমবার ১০ টার দিকে সরেজমিনে যেয়ে দেখা যায়, মেঝে ঢালাই করানোর জন্য প্রস্তুতকৃত রড বাঁধাই ডিজাইন ও শিডিউল অনুসারে হয়নি। সিড়ির এসএস পাইপ রোলিং এর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সেখানেও শিডিউল ও ডিজাইন অনুসারে হয়নি বলে জানা যায়। এব্যাপারে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকের জানান, বিল্ডিংয়ের মেঝে ঢালাইয়ে শিডিউল ও ডিজাইন মোতাবেক কাজ না করে ঠিকাদার ইচ্ছেমতো রাজমিস্ত্রি দিয়ে রড বাঁধাই নিয়মবহির্ভূত কাজ করে যাচ্ছে। যেখানে শিডিউল অনুসারে মেঝেতে ঢালায়ের জন্য রড বাধার কথা থাকলেও সেখানে অনেক ফাঁকা করে রড বাঁধাই করেছে। তাছাড়া ইটের স্লোলিং না দিয়ে ঢালাই করার পাঁইতারা চালাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এ কাজে বাঁধা দেয়া সত্বেও প্রকল্পের পরিচালকের নামে মিথ্যা বরাত দিয়ে ইটের স্লোলিং বাদেই ঢালাই করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি আর সি সি ঢালাইয়ের ক্ষেত্রে কোনো প্রশিক্ষিত মিস্ত্রি কাজে লাগানো হয়নি। নামমাত্র জোগাড়ে কাজ করতো এমন ব্যক্তি দিয়ে যেনতেন কাজ করছে। অধ্যক্ষ আরো জানান ঠিকাদার কাজে ফাকি দেয়ার জন্য অন্যান্য সাইক্লোন শেল্টারের উদাহরণ দিয়ে যেন-তেন ভাবে বোঝানোর চেষ্টা করেন এবং তড়িঘড়ি করে ঢালাই দেয়ার পাঁইতারা করেন। সাইক্লোন শেল্টারের চারিদিকে এপ্রন ঢালাই দেয়ার জন্য যে প্রস্তুতি নেয়া হয়েছে সেটিও যথাযথ শিডিউল ও ডিজাইন অনুসারে করা হয়নি বলে কলেজের অধ্যক্ষ জানান। অধ্যক্ষ আরো জানান, ঠিকাদােরর সাথে কোনো কথা বলতে গেলই পিডি স্যারের নির্দেশ আছে বলে কাজ করার চেষ্টা করেন। এদিকে পিডি স্যারের বিল্ডিংয়ের কাজ দিনে দেখতে আসার কথা থাকলেও রাত সাড়ে ১০ টার দিকে এসেছিলো মর্মে আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে ইটের স্লোলিং দরকার নেই বলে উক্ত স্লোলিং উঠিয়ে নেয়ার নির্দেশ দেন ঠিকাদারের। এপ্রন ঢালাইয়ের ক্ষেত্রেও পিডি স্যারের অযুহাত দিয়ে ইটের স্লোলিং উঠিয়ে নিয়ে ঢালাই দেয়ার পাঁইতারা চালাচ্ছে। প্লাষ্টার কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই জোড়া তালি দিয়ে তড়িঘড়ি করে ওয়ালে রং করার কাজ শেষ করা হয়েছে এখানেও শিডিউল ও ডিজাইন মোতাবেক করা হয়নি। ইউনিয়ন আওয়ামী সভাপতি মো.লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার পিআইও সরজমিনে রবিবার সকাল ১১ টার সময় উপস্হিত হয়ে কাজের পরিদর্শন করে সত্যতা মিলেছে বলে জানায়। এব্যপারে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ সচেতন মহল উর্দ্ধোতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।