
নিজস্ব প্রতিবেদক: ইয়াবা কারবারী ছোট বাবু, নাহিদ ও শফি গং অনেকটা বেপরোয়া। প্রশাসনের নাকের ডগায় ফেরী করে ইয়াবা বিক্রি করে। শুধু বিক্রি নয়, তারা সেবনকারীও বটে। এদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিরও অভিযোগ আছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, লস্করপাড়ার নাহিদ ও ছোট বাবু পেশায় ইয়াবা ব্যবসায়ী। তারা ইয়াবা সেবনকারীও বটে। এ গং এর অপর সদস্য জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শফিও ইয়াবা কারবারী এবং সেবনকারী।
এরা ছিসকে ছিনতাইকারী এবং এলাকার চিহ্নিত চাঁদাবাজ। এদের বিরুদ্ধে একাধিক মামলাও আছে। শাসকদলের কতিপয় নেতার শেল্টারে এরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শহরের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই চক্রের ইয়াবা কারবারির কারনে শহরে ইয়াবা আসক্তির সংখ্যা বেড়ে চলেছে। স্কুল-কলেজগামী উঠতি বয়সের যুবকররাও মাদকাসক্ত হয়ে পড়ছে। এদের কারনে প্রতিনিয়ত এলাকায় ছোট-খাটো চুরি, ছিনতাইও হচ্ছে। এ ব্যাপারে এলাকার লোকজন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।