
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ওয়াই ওয়াশ এস ডি জি প্রোগ্রাম, বাংলাদেশ নারী ও প্রতিবন্ধী বান্ধব ওয়াশ অধিকার, সুপেয় পানি, স্যানিটেশান ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়াশ মেলা’২০১৯ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে কলারোয়া পৌরসভা, উত্তরণ, এইচপি ও প্রাক্টিক্যাল এ্যাকশানের আয়োজনে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন আর রশিদ মোল্লা, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ প্রকৌশলী সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, পৌর কাউন্সিলবৃন্দ, প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীন, উত্তরণ’র প্রজেক্ট ম্যানেজার হেদায়েত উল্লাহ (মুকুল), টাউন কো-অর্ডিনেটর, এইচপি মৃণাল কুমার, আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা বিপ্লব হোসেন প্রমুখ। জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ওয়াশ মেলায় ৮টি স্টল দেয়া হয়। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।