
নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, আগামীর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভদ্রখালী আদর্শ সিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় ভদ্রখালী আদর্শ সিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আমীর আলী মোড়ল।
সভায় প্রধান অতিথি ছিলেন ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। তিনি বলেন, সার্বজনীন শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। তাই বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভুতপূর্ব উন্নয়ন করেছে। এজন্য শিক্ষার মান উন্নয়নে সুধী সমাজ কে ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার কে এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে হলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন শেখ ওবায়দুর রহমান প্রাক্তন প্রধান শিক্ষক মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মনিরুল ইসলাম (পুটে) ইউপি সদস্য, জিএম জহুরুল হক প্রাক্তন সভাপতি ভদ্রকালী আদর্শ সিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসা, মোঃ সেলিম হোসেন সভাপতি ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ সিরাজুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর প্রত্যয় গ্রুপ, মোহাম্মদ নুর ইসলাম গাজী সেক্রেটারি ভদ্রখালী পশ্চিম পাড়া জামে মসজিদ, মোঃ হাবিবুর রহমান অধ্যক্ষ আলামিন প্রি-ক্যাডেট স্কুল প্রমূখ !