
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন গ্রুপের সভাপতি ও ম্যানেজারদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের হল রুমে দেবহাটা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী মুক্তা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবহাটা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সুপারভাইজার আজহার উদ্দীন, মানস হালদার, অফিস সহকারী ইমরান কবির সহ দেবহাটা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন গ্রুপের সভাপতি ও ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে দেবহাটা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন গ্রুপের মোট ১১৭ জন সভাপতি ও ম্যানেজারদের মাঝে মোট ৭ লক্ষ ৯৭ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়।