তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে “আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্য স্লোগানে মিট দ্যা স্টুডেন্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৮ ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপিঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গীতা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা)সার্কেল মোঃ হাসানুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন,জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর আলহাজ¦ ডাঃ মাহামুদুল হক,কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফর আরা জামান,তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক,তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ। এসময় তালা উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে শিক্ষকরা উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে উপজেলার ১২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড়হাজার শিক্ষার্থীরা মিট দ্যা স্টুডেন্টস অংশগ্রহন করেন।