স্টাফ রিপোর্টার: "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলার সকল উপজেলা সহ NGF- RMTP প্রকল্পের আওতাধীন ৩ উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তায় বিশেষ অবদান রাখার জন্য কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে "নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) " কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শ্যামনগর মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে "Ready to Eat (Fish item)" এ সফল উদ্যোক্তা হিসাবে NGF- RMTP প্রকল্পের Ready to Eat উদ্যোক্তা মো: রাজীব কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।