
আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার সোনারমোড় এলাকায় একটি শিশু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে এক মহিলাকে স্থানীয় জনতা আটক করে। এলাকাবাসী সূত্রে জানাজায়, সোমবার ১২ই মে দুপুরের দিকে অপরিচিত একটি মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় শিশু বাচ্চাটি কান্নাকাটি করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদে মহিলাটি উল্টাপাল্টা কথা বললে তাকে আটক রেখে শ্যামনগর থানায় সংবাদ দিলে থানা পুলিশ ওই মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য শ্যামনগর থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সিনেমা হলের পাশে লিপি বেগমের ছেলে। তবে ছিনতাইকারী সন্দেহে আটক মহিলাটির পরিচয় পাওয়া যায়নি।