নিজস্ব প্রতিবেদক :
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীরে ধাক্কা খাওয়ায় দুই মটর সাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু ও এক কলেজ ছাত্র আহত হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি -দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রকে আশাঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে কালিগঞ্জ ডিগ্রী কলেজের ইন্টার পরীক্ষার্থী নয়ন ঘোষ (১৮), তার সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮) ও তাদের সহপাঠী একই গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে কর্ণেল ঘোষ (১৮)।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কর্ণেল ঘোষ জানান, তিনিসহ নয়ন উইলিয়াম একই মটর সাইকেলে মঙ্গলবার দুপুর দুটোর দিকে গুরুআশ্রম তালা উপজেলার জেঠুয়া গ্রামের শ্রীশ্রী হরিবালা আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে তারা বুধবার ভোরে তিনজন একই মটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। মটর সাইকেল চালাচ্ছিলেন উইলিয়াম।
পথিমধ্যে ভোর ৬টার দিকে কাদাকাটি- দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর প্রাচীরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খাওয়ায় একটি ডোবায় পড়ে নয়ন ও উইলিয়াম ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।