বিশেষ প্রতিবেদক, তালা: আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ১নং (আটারই) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এম.পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর নির্বাচনী পথ সভায় জাতীয় পার্টির সহ- সভাপতি মো. আব্দুল ওহাব গাজীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গরিবের বন্ধু সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম- সাধারন সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, মুহা. আমিরুল ইসলাম আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম মলঙ্গী, জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আলী মোড়ল, বক্তব্য রাখেন সিনিঃ সহ- সভাপতি মোজাম্মেল মোড়ল, ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম গোলদার, সাহিনুর রহমান গোলদার, আব্দুল আলী মোড়ল, লিয়াকত বিশ্বাস, মজিবর গোলদার, আব্দুল বারিক গোলদার, রফিকুল মোড়ল, রেয়াজুল গোলদার, জাকাম মোড়ল, বাবুরালি সেখ, জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়ন সাধারন সম্পাদক ইকবল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, ওয়ার্ড সাধারন সম্পাদক বাহারুল ইসলাম, ভায়ড়া শেখ বাপ্পী, মজিবর রহমান, ওয়ার্ড সভাপতি সরদার নাজমুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাধারন সম্পাদক ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু , সহ সভাপতি সোহাগ মোড়ল, জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড নেতা আকাশ গোলদার, শিমুল শেখ, মনিরুল ইসলাম গাজী প্রমুখ। প্রধান অতিথি বলেন, এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ সর্বজন গ্রহনযোগ্য দক্ষিণ পশ্চিাঞ্চলের উন্নয়নের রুপকার। তাকে দলমত নির্বিশেষে এমপি নির্বাচিত করলে ও উপজেলা চেয়ারম্যান হিসাবে সাংবাদিক নজরুল ইসলাম কে নির্বাচিত করলে তালাবাসি তাদের হারানো অধিকার উন্নয়ন সুশাসন ফিরে পাবেন। জনগন ক্ষতিগ্রস্থ্য হবে না তাই সকল মানুষ একহয়ে জনগনের পরিক্ষিত দুজন সৎ নির্ভিক দক্ষ কর্মঠ জনদরদি দুই প্রার্থী কে বিজয়ী করার জন্য সর্বস্থরের মানুষের প্রতি আহব্বান জানানো হয়।