পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর: সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা। মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও নারী উন্নয়ন দলের দলনেতাদের নিয়ে ১ দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সিসিডিবি এর এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান।
স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা
পূর্ববর্তী পোস্ট