নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দীর্ঘ দিন পর যুবলীগের কমিটি ঘোষণা করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরায় নব গঠিত জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় বনানী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ'র নিজস্ব কার্যালয়ে এবং রাত ১১টায় মিরপুর সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল'র নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্তনেতা বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডা. এড. শামিম আল সাইফুল সোহাগ, সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজন, সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, ইমরান হোসেন ও বশির আহমেদ। শুভেচ্ছা বিনিময়কালে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সাতক্ষীরায় যুবলীগ কে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন একই সাথে বিশ্বাস ও আস্থার মর্যদা রক্ষার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠন করতে সাতক্ষীরা জেলা যুবলীগের নেতৃবৃন্দ জামাত-শিবিরসহ সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।