নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের তম দিনে শহরের বিভিন্ন বাজার এলাকার পথচারীদের মাঝে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান নিদর্শনা অনুযায়ী সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন এর সার্বিক ব্যবস্থাপনায় ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। শহরের বিভিন্ন বাজারে পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার পেয়ে পদযাত্রীরা বলেন জিসিনপত্রের যে দাম আমাদের পক্ষে ইফতার কেনা কঠিন হয়ে যাচ্ছে। ইফতারির প্যাকেট পেয়ে আমরা খুবই খুশি। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এসএম আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, ছাত্রলীগ নেতা খাইরুল্লাহ আরাফাত, সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হাসান, ছাত্রলীগ নেতা মো. শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাতক্ষীরা পৌর ছাত্রলীগের ৭নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সুজন হোসেন প্রমুখ। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন।