নিজস্ব প্রতিবেদক: সাবেক মহিলা ইউপি সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে তালা উপজেলার নগরঘাটা গ্রামের মঠবাড়িয়ায় সাবেক মহিলা ইউপি সদস্য ঝর্ণার বাড়িতেই ঘটে। সাবেক ইউপি সদস্য বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ঝর্ণা তার ধানের জমি চাষ দেওয়ার জন্য তারই প্রতিবেশী সমছের সরদারের ছেলে সাদ্দামকে বলে। দীর্ঘ দিন পেরিয়ে গেলে ও বার বার অনুরোধ করা স্বত্বেও টালবাহানা করতে থাকে সাদ্দাম। মাসব্যাপী টালবাহানা শেষে সাদ্দাম ঝর্ণাকে জানিয়ে দেয়যে তার জমি চাষ করতে পারবেনা। এ কথা শুনার পর সাবেক ইউপি সদস্য সাদ্দামের কাছে জানতে চান যে কেন তাকে এভাবে হয়রানি করা হলো। সে যদি চাষ না করে তাহলে আগেই বলে দিতে পারতো। দুইএক কথায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় সাদ্দাম সকল মাত্রা ছাড়িয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ঝর্ণাকে। এমন সময় ঝর্ণার স্বামী নূর মোহাম্মদ সরদার ঘটনাস্থলে উপস্থিত হলে তার নাকে ঘুষি দেয় সাদ্দাম। বেদম মারপিট করতে থাকে। এমন সময় স্বামীকে বাঁচাতে গেলে সাদ্দামের ভাইপো সিরাজ সরদারের ছেলে সাজু সাবেক ইউপি মহিলা সদস্য ঝর্নাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। সাজুর সাথে যোগদেয় সাদ্দাম। বেদম মারপিট করে সাবেক মহিলা ইউপি সদস্যকে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে তার স্বামীর দিকে সাজু ও সাদ্দাম এগিয়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম জানায়, ‘তেমন কিছু হয়নি। তবে যা করেছি ভালো করেছি।’
নগরঘাটা ইউনিয়নের সাবেক মহিলা সদস্য ঝর্ণা গুরুতর আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। সাবেক মহিলা ইউপি সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।