
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় ইজিবাইকের চার্জার ছাড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দনা ব্যানার্জী (৩০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলার নাংলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দনা ব্যানার্জী নাংলা গ্রামের বাপ্পী ব্যানার্জীর স্ত্রী।
কার্তিক আর্চায্য জানান, বাপ্পী ব্যানার্জী পেশায় একজন ইজিবাইক চালক। সে রাতে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রেখেছিল। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী চন্দনা ব্যানার্জী ইজিবাইক চার্জার ছাড়াতে গেলে বিদ্যুতের শর্টসার্কিটে মারাতœক ভাবে আহত হয়। পরে তালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।