
তালা প্রতিনিধি: তালা মুনকিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুনকিয়া সার্বজনীন ফুটবল কমিটির আয়োজনে অনুষ্ঠিত খেলায় হরি বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ৩-০ গোলের ব্যবধানে পুটিমারী ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তুহিন একাই তিনটি গোল করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শংকর কুমার এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন পলাশ রায় ও কৌশিক মহলদার। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।