হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:
স্বাধীনতার ৫০ বছর আগে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক কালজয়ী ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর সেই দিনের সেই ঐতিহাসিক ভাষণে আপামর বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ মাস পাক হানাদারদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করে এ দেশ স্বাধীন হয়েছিল। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরে বাঙালি জাতি পেয়েছিল একটি লাল সবুজ পতাকা ও বাংলাদেশের মানচিত্র সহ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ না দিলে জাতি আজ স্বাধীনতা লাভ করতে পারত না। সারাদেশের মত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৭ মার্চ পালন উপলক্ষে মঙ্গলবার বেলা১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এই কথাগুলো বলেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারি কমিশনার( ভূমি) আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোজাহার হোসেন কান্টু প্রমূখ।
দিবসটি পালন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো পৃথক, পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিবস টি পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আদর্শ ও ভাষণ পর্যালোচনা করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।