
ইয়ারব হোসেন: রাবেয়া খাতুন ছিল পিতার আদরের দুলালি। বিয়ে হয়েছিল সদরের দক্ষীনপাথরঘাটা গ্রামের বদর উদ্দিনের সঙ্গে। স্বামী মারা গেছে সেই অনেক দিন আগে।
বৃদ্ধা বয়স ৭৫ হবে।এক চোখ অন্ধ। অন্য চোখে কম দেখে। এরপর বাড়িতে থাকতে পারে না। ওই যে পেট। দু মুঠো ভাতের জন্য ভিক্ষা করছে।
কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড বা দশ টাকা চালের কার্ড।
মানুষটাকে দেখলে মনে হয় হায়রে জনপ্রতিনিধিরা।? কপালে কি চোখ নেই। এ মানুষটিকে কারো চোখে পড়ে না। হাইরে দূনিয়া।আমরাকি পারি না হতভাগ্য বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে। মন কি নাড়া দেবে না।
তবুও বলি তুমি যে মায়ের মত।