জাতীয় ডেস্ক:
শারমিন সুলতানাকে মাভাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা মিয়া অভিনন্দন জানান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ম নারী গণিত অলিম্পিয়াডে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী শারমিন সুলতানা ১০ম হয়েছেন। ১১ মার্চ ২০২৩ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, ফলিত গণিত বিভাগ এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটি এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের মধ্যে দিনব্যাপী কর্মসূচিতে প্রায় ২২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭০ জন ছাত্রী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডে বাকি ৯ জন বিজয়ীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন: মালিক সাবিহা তাসনিম, জয়ন্তী ঘোষ, তানহা রহমান, মোসাম্মাদ খাদিজা আক্তার আশা, নাবিলা আঞ্জুম, ফারাবি ইকবাল খান ও মরিয়ম ইসলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাবর্নি সিকদার রামা এবং মিলিটরি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর মাইমুনা হোসাইন মৌমিতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মিসেস ফরিদা ইয়াসমিন, এ. এফ. মুজিবর রহমান ফাউন্ডশেনের সম্মানিত ট্রাস্টি মিসেস খুশি কবীর, গণিত বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক ড. তানিয়া শরমিন খালেক প্রমুখ। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন।
শারমিন সুলতানাকে মাভাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা মিয়া অভিনন্দন জানান।