
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় এবং জেলা আওয়ামী লীগের তত্বাবধানে ৭নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা ভিআইপি মোড়ে এসব স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এসব সামগ্রী বিতরণ করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনছুর আলি, সহ-সভাপতি আবুল কাশেম পুটে, সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লাভলু, মোহাম্মদ আলী, সুরত, নাইমসহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।