
লিটন ঘোষ বাপি: জাতীয় পরিসেবা নাম্বার ৩৩৩ কল করা ব্যক্তির বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
৭ মে শুক্রবার কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে বেকারত্ব অসহায়-দুঃস্থ্য ব্যক্তির পরিবারে এ খাদ্য সহায়তার পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৈখালী গ্রামের মৃত রনজিত মিস্ত্রির পুত্র জগদিশ মিস্ত্রি সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে বেকারত্ব হয়ে পরিবার নিয়ে বাড়িতে অসহায় জীবন যাপন করছেন। চলমান লকডাউনে তাদের পরিবারের খাবার ফুরিয়ে যাওয়ায় ও খাদ্য সংগ্রহ করার সক্ষমতা না থাকায় তার ব্যক্তিগত নাম্বার হতে ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চান।
পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এর নির্দেশে শুক্রবার(৭ মে) সকাল ১০ টায় কৈখালী গ্রামে জগদিশ মিস্ত্রির বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোকরম শেখ, দফাদার নূরুল ইসলাম, গ্রামপুলিশ মনোরঞ্জন মিস্ত্রী, আওয়ামীলীগ নেতা আবদুল হাকিম বাবু, সাইফুল ইসলাম, আবুল হোসেন প্রমূখ।