
কামরুল হাসান, কলারোয়াঃঃ কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০০বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন আলম (২৮) কে হাতেনাতে আটক করে।
মঙ্গলবার উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চেয়ারম্যানপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর হোসেন আলম কাকডাঙ্গা গ্রামের নূর আলী গাজীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ আরও জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং (২৩/২০২০) দায়ের হওয়ায় বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারগারে প্রেরণ করা হয়েছে।