রুবেল হোসেন: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই দলীয় প্রতীক সোনালী আশ নিয়ে প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আওয়াল কর্তৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ হোটেল সাইন পুকুর সুইটস এ সংবাদ সম্মেলন করে তৃণমূল বিএনপি। উক্ত সংবাদ সম্মেলন থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন দলটির চেয়ারপার্সন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "তৃণমূল বিএনপি একটি নির্বাচন মুখী দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তিনি বলেন, আমরা আশা করি দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে তৃণমূল বিএনপি। আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎ পূর্বক প্রার্থী চূড়ান্ত করবে দলটি। উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করে ২০১৬ সালে তৃণমূল বিএনপি গঠন করেন। দলটি চলতি বছরের ফেব্রæয়ারিতে নির্বাচন কমিশন কর্তৃক সোনালি আশ প্রতিকে নিবন্ধিত হয়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির একসময়ের প্রভাবশালী নেতৃবৃন্দ বর্তমানে তৃণমূল বিএনপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন।