
প্রেস কিজ্ঞপ্তি:
২ টাকায় পথশিশু ও ছিন্নম‚ল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) দুপুর ৩ টার সময় মৃত্তিকা সমাজ উন্নয়ন ম‚লক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৃত্তিকার প্রজেক্ট অফিসে এই ছিন্নম‚ল মানুষের মাঝে আহারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মৃত্তিকা সমাজ উন্নয়নম‚লক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফরম বিসিসিএফ এর চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ৭ জানুয়ারী পথশিশু, ছিন্নম‚ল ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়নম‚লক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম বিসিসিএফ এর চেয়ারম্যান আব্দুস সালাম, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সিরাজুন সঞ্জ‚, মৃত্তিকার প্রগ্রাম ম্যানেজার সুমনা জাহান খান,হিসাব রক্ষক সাইমা খাতুন,প্রশিক্ষক রবিউল ইসলাম।
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম বিসিসিএফ এর নেট ওয়ার্ক সম‚হ আশ্রয় এনজিও কালিগঞ্জ, দৃষ্টিনন্দন শ্যামনগর, আপন দেবহাটা, নারী উন্নয়ন তালা, মানব উন্নয়ন সংস্থা কলারোয়া, বেত্রাবতী কলারোয়া, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থা, জীবনের জন্য তালা। মৃত্তিকার নির্বাহী পরিচালক আরো জানান, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।