নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আমির হামজার ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মূল নেতৃত্বদানকারি স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করেছে পৌর সেচ্ছাসেবক দল। তবে ঘটনার ৩দিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতায়ে নেতৃত্বদানকারী মূল অভিযুক্ত রফিকুজ্জামান রফিক গ্রেফতার না হওয়ায় রোববার (২২ ডিসেম্বর) দুপুওে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সম্মেলন কক্ষে স্থল বন্দরের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনসহ মোট ৮টি সংগঠন যৌথ সভা করে সোমবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, এসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক ও মেসার্স মা ট্রেডাসের স্বত্বাধিকারী আমির হামজার টাকা ছিনতাই এর ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা,টাকা উদ্ধার ও ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারিসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য ভোমরা বন্দর ব্যবহারকারি ৮টি সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথসভা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার এবং টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোমরা স্থল বন্দরে মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আমির হামজা জানান, তার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্যাহ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলযোগে ভোমরায় যাচ্ছিলেন। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্যাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। একপর্যায় বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে বালির গাদার কাছে পৌঁছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে মোটরসাইকেলে আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছিনতাইকারী মেহেদী হাসান মুন্নাকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একটি ভিডিও ফুটেজেও টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার দৃশ্য পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশ ছিনতাই হওয়ার সময় আটক মেহেদী হাসান মুন্নার স্বীকারোক্তি মোতাবেক ওই ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা। পরে গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান মুন্না শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন এর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এসময় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সাথে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করে। এদিকে, ব্যবসায়ীর ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম কতৃক শনিবার তাদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, পুলিশের ৫টি বিশেষ ইউনিট আসামিদের গ্রেফতারে কাজ করছে। আশা করি দ্রত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতা ও টাকা উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।