আইআইটির তৈরি একটি টেস্ট কিটের দাম পড়ছে ৫৫০ রুপি। তবে যখন অনেকগুলো একসঙ্গে তৈরি করা হবে, তখন তার দাম কমে ৩৫০ রুপি পর্যন্ত হতে পারে।
পরীক্ষার কিটের জন্য পেটেন্ট দাবি করে দলটি হায়দরাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়াল করেছে এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) কাছে অনুমোদন চেয়েছে।
গবেষকেরা বলছেন, তাঁরা এমন একটি টেস্টিং কিট তৈরি করেছেন, যা মাত্র ২০ মিনিটের মধ্যে কোনো রোগীর করোনা টেস্টের ফলাফল জানিয়ে দিতে পারে।
আইআইটি-হায়দরাবাদের অধ্যাপক শিব গোবিন্দ সিং বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই কিটের বৈশিষ্ট্য হলো এটি বিপরীত ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে কাজ করে। কিটটি সহজেই সব জায়গায় বহনযোগ্য।