নিজস্ব প্রতিবেদক: তামাক মৃত্যু ঘটায়, তামাকে সরকারের শেয়ার প্রত্যাহার করুন বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে শহরের চায়না বাংলা শপিং মলের কনফারেন্স রুমে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বেগম মরিয়ম মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোন নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে জনসচেতনতার জন্য প্রত্যন্ত অঞ্চলে এলাকা ভিত্তিক উঠান বৈঠক করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্য নির্ধারন করেছেন। আমাদের সকলকে মাদক ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে সীমান্ত অঞ্চলে প্রতিবাদ ও মানববন্ধন করতে হবে। হতদরিদ্র মানুষদের তামাকজাত দ্রব্য পরিহার করতে কাউন্সিলিং করতে হবে। বঙ্গবন্ধু আমাদের আত্মশুদ্ধি ও আত্ম সমালোচনা করতে শিখিয়েছেন।’
নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা নাগরিক কমিটির অধ্যক্ষ অনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবিদুর রহমান, শিক্ষক ও সাংবাদিক আমিনুর রশিদ, ফরিদা আক্তার বিউটি, এ্যাড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক ফারুক রহমান, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত প্রমুখ। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রতিপাদ্য উপাস্থাপন করেন সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর জায়েদ সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত।