আব্দুল্লাহ আল মাহফুজ: দীর্ঘ সময় দলের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদে থাকার কারণে রাজারবাগান কলেজ এলাকায় গড়ে তুলেছেন আলাদা বাহিনী। রাজার বাগান এলাকায় জমি ক্রয় বা বিক্রয় করতে হলে তার বাহিনী দের দিতে হয় মোটা অংকের চাঁদা। না দিলে বিভিন্ন ধরণের ঝামেলা করে। বিভিন্ন সময়ে আসাদুজ্জামান জামায়াত-বিএনপির থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে তাদেরকে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বানিয়েছেন । জামাত-বিএনপি'র একাধিক সদস্য রয়েছে তার কমিটিতে। দীর্ঘদীন ধরে একই পদে অবস্থান করছে আসাদুজ্জামান। এতদিন পদে থাকলেও তিনি দলকে শক্তিশালী করতে পারেনি। অভিযোগ রয়েছে বিভিন্ন জামাত-বিএনপি পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যায়ন বিক্রির। তার বাহিনীর অন্যতম সদস্য কবির। যিনি নিয়ন্ত্রন করেন সরকারী কলেজের সামনে ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়।
সাবেক বিএনপি নেতা বর্তমান যুবলীগ লীগের নেতা সেজে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখল করছে শহরের রাজারবাগান এলাকার ঘরজামাই কবির। কথিত আছে খুলনার পাইকগাছার চাঁদখালী এলাকার কবিরুল ইসলাম ওরফে কবির সুন্দরবনের একজন চিহ্নিত বনদস্যু। সুন্দরবনে র্যাবের অভিযান পরিচালনার পর থেকে গা ঢাকা দিয়ে বর্তমানে সাতক্ষীরা রাজারবাগান এলাকায় আত্মগোপন করে বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে চালিয়ে যাচ্ছে তার কর্মকান্ড।
জানা যায়, কবিরুল ইসলাম ওরফে কবিরের বাড়ি খুলনার পাইকগাছার চাঁদখালী এলাকায়। তার বাবা জবেদ আলি জামাত নেতা এবং কবির বিএনপির ক্যাডার ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহসহ ২০১৩ সালের নাশকতা ও গাছ কাটার মামলা থেকে রেহায় পেতে ২০১৫ সালে এলাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় চলে আসে। বাড়িতে স্ত্রী ও পাচ ছেলেমেয়ে থাকা সত্তে¡ও শহরের রাজারবাগান এলাকায় আবার বিয়ে করে। এরপর ভোল্ট পাল্টে যুবলীগে যোগদান করে। কিন্তু যুবলীগের কোন কমিটিতে তার নাম খুঁজে পাওয়া যায়নি। সাতক্ষীরা সদর এমপির ভাগ্নে জামাই পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা চালিয়েছে যাচ্ছে। এরআগে এই বিষয়টি সদর এমপির নজরে আসলে তিনি তার জামাই পরিচয় দেওয়ার জন্য ধমক দেন এবং আর কোন সময় তার জামাতা পরিচয় দিয়ে কোন অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুশিয়ার করেন। তারপরও একের পর এক অপরাধ করে চলেছে এই কবির।
কয়েক মাস আগে শহরের রাজার বাগান এলাকায় যুবলীগ নেতা ও এমপির জামাতা পরিচয় দিয়ে জমি দখল করতে গেলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ছাড়া পাওয়ার পরে এসে এলাকার মানুষদের জীবননাশের হুমকি দিতে থাকে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-২৭৮।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজার বাগান এলাকার একাধিক মানুষ জানান, কবির এলাকায় ঘর জামাই থাকে। সে এই এলাকায় আসার পর মাদকের প্রভাব বেড়েছে। সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। স¤প্রতি এলাকায় একজন মাদক ব্যবসায়ী ধরা পড়ে। এতে একজনকে আসামী করে মামলা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় কবির এলাকার আরো অনেকের নামে মামলা হবে এই ভয় দেখিয়ে যুবকদের কাছ থেকে টাকায় হাতিয়ে নেয়। এলাকায় অবৈধ জুয়া ও ক্যারাম খেলার অনুমতি দিয়ে পুলিশের নাম করে মাসে মাসে টাকা তোলার অভিযোগও আছে কবিরের নামে। এলাকার যতো বিরোধপূর্ণ জমি আছে সেটা কিনে লাঠিয়াল বাহিনী দিয়ে দখল দেয়। তার কারণে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকাবাসী আরো জানান, কবির বিএনপি জোট সরকারের সময় নিজ এলাকায় পাইকগাছার মানুষের উপর অত্যাচার করে। ২০১৩ সালের নাশকতার সাথে জড়িত ছিলেন একাধিক মামলা নিয়ে সাতক্ষীরা পালিয়ে এসে এখানে বিয়ে করে বসবাস করে। যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এতে কারণে অতিষ্ট এলাকাবাসী। কবিরসহ দুইজন মিলে এলাকায় সুদের ব্যবসা করে।
ভুক্তভোগী এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবির উচ্চ হারে সুদের ব্যবসা করে। তাদের কাছ থেকে ১লাখ টাকায় মাসে ৩০ হাজার টাকা করে লাভ দিতে হয়। অনেক ব্যবসায়ী টাকা নিয়ে ফেরত না দিতে পেরে বাধ্য হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। গাফ্ফার নামে এক ব্যবসায়ী তাদের কাছ থেকে টাকা নিয়ে কয়েক মাসে আসল টাকার দ্বিগুণ সুদ হলে টাকা শোধ করতে না পেরে এলাকা ছাড়া হয়েছে। সরকারি কলেজ মোড়ের অধিকাংশ ব্যবসায়ীর কাছে সুদের টাকা দিয়ে রেখেছে তারা। নিয়ম বহির্ভূত ভাবে সুদের ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
জেলা যুবলীগের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবিরুল ইসলাম যুবলীগের কোন পদে নেই। আমরাও এর আগে যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের কথা শুনেছি। এরপর কোথাও যুবলীগের পরিচয় দিয়ে অপকর্ম করলে আইনের হাতে তুলে দিতে বলেন তিনি।
সাতক্ষীরা সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি বলেন, রাজারবাগান এলাকায় কবির নামে আমার কোন ভাগ্নে বা জামাতা নেই। আমার সুনাম ক্ষুণ করতে অনেকে আমার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করছে। বদমাইস যারা তারা সব সময় বদমাইস। আমার পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজিসহ কোন অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।