আব্দুর রহমান: সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়ায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইউপি সচিব কাঞ্চন কুমার দে, সমীর কুমার প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে থেকে ইটাগাছা পূর্বপাড়া এলাকায় ভাংড়ী ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়ি অভিমুখে ৫৪০ মিটার কার্পেটিং রাস্তা প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ করা হচ্ছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আ.লীগ নেতা মো. মিজানুর রহমান।