আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে অবজ্ঞা করে ঐ দিনে পবিত্র মসজিদের অভ্যান্তরে বিএনপির দলীয় ছবি সম্বলিত ব্যানার টানিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং নাশকতার উদ্দেশ্যে খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার নামে জন্মদিন পালন করায় শ্যামনগর থানায় বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগষ্ট) শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন বাদী হয়ে ২৮/৩১/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃংখলার অবনতিতে ঘটানো সহ উক্ত অপরাধ সংঘটনের সহযোগিতা করার অপরাধে শ্যামনগর থানায় মামলা করেন। শ্যামনগর থানার মামলা নং২৩।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাাদক আমির আলী, কাশিমাড়ী বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বাবলু, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলুু, সাতক্ষীরা জেলা যুব দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছা সেবক দলের নেতা এম নুরুজ্জামান, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফ্ফার মিঠু, স্বেচ্ছাসেবকদলের নেতা এসএম আবু বক্কার, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম উপজেলা ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল কাইয়ুম সহ অজ্ঞতনামা ১৫/ ১৬ জন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতির ঘটনায় শ্যামনগর থানায় মামলা রেকর্ড হয়েছে, মামলা নাম্বার ২৩।