মো: রাকিব, চট্টগ্রাম: করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমন থেকে মানুষকে বাঁচানো, আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করা, মানুষের দৈনন্দিন জীবনকে আর্থিক ও খাদ্য সংকট রক্ষা এবং চট্টগ্রামে পরিক্ষা বুথ ও আইসিইউ সংখ্যা বৃদ্ধিসহ চট্টগ্রামে সরকারী বেসরকারী সকল হাসপাতালে করোনা রোগীদের হয়রানী কমানোর লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের ১৩ প্রস্তাব পুরনের দাবীতে ১৩ই জুন ২০২০ইং তারিখে বেলা ৩টায় মহাসচিবের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন লন্ডন হতে তার লিখিত বক্তব্যে জানান, অসুস্থ মানুষকে বাঁচাতে, মানুষের জীবনকে বাঁচাতে, তাদের পরিবার পরিজনের জীবন রক্ষার্থে আজ সারাদেশের মধ্যে জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বাস্থব্যবস্থার চরম সংকট ও নাজুক অবস্থার কথা আর গোপনীয় কোনো বিষয় নয়। এখানকার চিকিৎসা ব্যবস্থা আজ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পর্যাপ্ত ভেন্টিলেশন মেশিনের অভাব, হাসপাতালে সিটের অভাব, এখানে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। এই অভাবের কারণে করোনা ভাইরাসের রুগীতো চিকিৎসা পাচ্ছে না, এমনকি হার্ট, স্ট্রোকের রুগিরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। জেনারেল ও রেলওয়ে হাসপাতালকে ৫০০ বেডের আধুনিক হাসপাতালে উন্নীত করা এবং উপজেলা হাসপাতালগুলোতে বেডের সংখ্যা দ্বিগুন করা এবং আধুনিকায়ন করতে হবে।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, কোনো অবহেলা ও দীর্ঘসূত্রিতা জাতির জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। এই করোনার সংকট কালেও কিছু অসাধু ব্যক্তি মানবতাহীন কাজ করেছে এবং চালাচ্ছে করোনা ভাইরাসের আদলে ব্যবসা। যে ব্যবসার কারণে সাধারণ রোগীরা যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি বিনা চিকিৎসায় এক হাসাপাতাল থেকে অন্য হাসপাতালের দরজায় দরজায় ধাক্কা খেয়ে এম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে অনেক রোগীর।
মানব বন্ধনে উপস্থিত জাপার কেন্দ্রীর যুগ্ম সম্পাদক আজাদ দোভাষ বলেন, চট্টগ্রামে করোনাসহ চট্টগ্রামে অক্সিজেন সিলেন্ডার, পিপিই এবং করোনা থেকে রক্ষার প্রাথমিক হাতিয়ার মাস্ক নিয়ে ব্যবসা কোনভাবেই করতে দেওয়া হবে না। কারণ করোনা নিয়ে ব্যবসা মানুষের জীবন নিয়ে খেলার সমান। যারা এমন তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীর যুগ্ম সম্পাদক ১৪ দল সমন্বয়কারী আজাদ দোভাষ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ এর সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, এডভোকেট মাসুদ আলম বাবলু, মৌলানা মো: নাছির উদ্দিন কাদেরী, মো: মহসিন চৌধুরী, এস এম আকরামুল হক, এস এম খোরশেদ, মো: জাহিদুল ইসলাম রিপন, কানিজ ফাতেমা, রোজিনা আক্তার শিল্পী, লাভলী দিও, মো: আলী প্রমুখ।