
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড কৃষক লীগের পরিচিত সভা ও অফিস উদ্বোধন এবং জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আবুল কালামের সভাপত্বিতে এবং জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের নেত্রী জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক সেলিম রেজা মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, জেলা কৃষকলীগের সহ-দপ্তর সম্পাদক শফিউদ্দীন ময়ন, জেলা কৃষক লীগের সদস্য আসাদুজ্জামান লাবলু, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মিন্টু, ১নং ওয়ার্ড কৃষকলীগের সদস্য সচিব মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে ১নং ওয়ার্ড কৃষক লীগের অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।