আল মাহফুজ: ০২নং ওয়ার্ডের মুনজিতপুর গ্রামে সৈয়দ মাহমুদ পাপার নির্বাচনী গনসংযোগ করেন সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত। বই মেলার গলি থেকে শুরু করে রাজ্জাক পার্ক এর পার্শ দিয়ে কেন্দ্রীয় ঈদগাঁহ হয়ে রথখোলা বিলের ভিতর দিয়ে মৃতঃ ইনামুল প্রফেসরের বাড়ির সামনে দিয়ে রাজ হোটেলের সামনে এসে সকালের প্রচার প্রচারনা শেষ করেন।
এসময় কাউন্সিল প্রার্থী সৈয়দ মাহমুদ পাপাকে কাছে পেয়ে মুনজিতপুরের বড় বাবুর ছেলে ফল ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের বাড়ির রাস্তাটি সংঙ্কার না করলে আমরা খুব কষ্ট পাচ্ছি। এসময় সৈয়দ মাহমুদ পাপা আসস্তো করে বলেন বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত রাস্তার কাজ শেষ হবে।