আল মাহফুজ: আজ সকাল ৮টা থেকে পৌরসভার ০২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা। ফুড অফিস মোড় থেকে শুরু করে সরকারী কলেজ এলাকা, কলেজ মাঠের দক্ষিন-পশ্চিম পাশ দিয়ে মুন্সিপাড়া হয়ে জামাত অফিসের সামনে দিয়ে দাশ পাড়া, মুন্সিপাড়া জামে মসজিদ নাবারুণ বালিকা বিদ্যালয়ে সামনে দিয়ে রাজ হোটেলের সামনে এসে গণসংযোগ শেষ করেন। এসময় সৈয়দ মাহমুদ পাপা ও তার সমর্থকরা ডালিম প্রতিকে জয়ী করার প্রত্যায় ব্যক্ত করে।