সাতনদী অনলাইন ডেস্ক: প্রতি বছরের মতো আবারো চলে এসেছে ভালোবাসা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৪ ফেব্রুয়ারি উদযাপন হয়ে থাকে এই বিশেষ দিনটি।
দিনটিকে ঘিরে প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে সবার মাঝেই দেখা যায় আলাদা করে প্রস্তুতির। শুধু যে ফুল দিয়েই ভালোবাসার কথা জানান দেওয়া হয় তা নয়, রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোতেও থাকে নানা আয়োজন।
তেমনই একটি বিচিত্র ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেওয়া হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ একটি অফারের।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফার দিয়েছে রেস্টুরেন্টটি। অফারটিতে লিখা আছে,
‘হ্যাপি ভ্যালেন্টাইন অফার’। এখান গার্লফ্রেন্ড নিয়ে এলে ১৪% ছাড়। বউ নিয়ে এলে ২০% ছাড়। তবে বউ এবং গার্লফ্রেন্ড একত্রে নিয়ে এলে ৫০% ছাড়। এ সুযোগ ১০ থেকে ২০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।