সাতক্ষীরার জনপ্রিয় দৈনিক সাতনদীর অনলাইন সংস্করন টানা ৬ দিন পর আজ (১৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় হ্যাকিংয়ের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ওয়েব ডেভেলপারগণ। এই সাইবার হামলার কারনে সাতনদীর পাঠকরা অনলাইনে সংবাদ পড়তে বঞ্চিত হয়।
গত ৭ অক্টোবর সকালে সাইবার হামলায় হ্যাকিংয়ের শিকার হয় সাতনদী অনলাইনের ওয়েব সাইট। এতে অনলাইনে ওয়েব সাইটটি বন্ধ হয়ে যায়। সাতনদী অনলাইনের ওয়েব সাইট এক্সপার্টরা দ্রুত ব্যবস্থা গ্রহন করায় সাইবার হ্যাকাররা সাতনদী অনলাইন থেকে কোন তথ্য মুছে ফেলতে বা নষ্ট করতে ব্যর্থ হয়। ওয়েব সাইটটির পূর্বের সকল তথ্য সঠিকভাবে সংরক্ষন থাকায় সব সংবাদ আগের মত সচল রয়েছে।
সাতনদীর ওয়েব সাইট ডিজাইনার প্রকাশ আইটির নাজমুল হোসেন জানান, সাতনদী পত্রিকার অনলাইন সংস্করন অতি অল্প সময়ে পাঠকের কাছে দারুন গ্রহন যোগ্যতা পেয়েছে। প্রতিদিন প্রায় আট হাজার ভিজিটর অনলাইনে আসে। স্থানীয় পত্রিকা হিসাবে এত পাঠক অল্প সময়ে সত্যিই অকল্পনীয়। এছাড়া সাতনদীর অনলাইন নিউজ ব্যাপকভাবে ফেসবুকে শেয়ার হয়। এসবে ঈর্ষান্বিত হয়ে কেউ না কেউ সাইটটি ভাইরাস দিয়ে ধীরে ধীরে আক্রান্ত করে একেবারে ডোমেইন সহ পুরো তথ্য নষ্ট করে দিতে চেয়েছিল। যাই হোক আবারও পুরোদমে চলবে সাতনদী অনলাইন। দৈনিক সাতনদীর জন্য শুভ কামনা।
সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সাময়িক এ অসুবিধার জন্য অগণিত পাঠক, সাংবাদিক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
ওয়েব সাইট ভিজিট করুন: www.satnadee.com
ফেসবুকে পড়তে ভিজিট করুন : facebook.com/satnadeenews
হ্যাকিংয়ের কবল থেকে উদ্ধার হলো সাতনদী অনলাইন
পূর্ববর্তী পোস্ট